বিদ্যানিধির ক্ষমা-ভিক্ষা-লীলা ও অপরাধের কারণ-জিজ্ঞাসা—
দুঃখ পাই বিদ্যানিধি ‘কৃষ্ণ রক্ষ’ বলে।
‘অপরাধ ক্ষম’ বলি’ পড়ে পদতলে।
মাড়ুয়া কাপড় ব্যবহারে বিদ্যানিধি যে দোষ কীর্তন করিলেন, তৎফলে বিদ্যানিধিকে স্বপ্নে শ্রীজগন্নাথ ও শ্রীবলরাম আসিয়া দুই গালে প্রচুর চপেটাঘাত করিতে লাগিলেন। বিদ্যানিধি কানাই-বলাইকে জিজ্ঞাসা করিলেন তাঁহারা বিদ্যানিধিকে অনর্থক দণ্ডবিধান করিতেছেন কেন? তাঁহার কি অপরাধ? যখন অপরাধ সাব্যস্ত হইল, তখন তিনি ক্ষমা প্রার্থনা করিলেন।