জগন্নাথের শ্রীঅঙ্গে ‘মাড়যুক্তবস্ত্র’-দর্শনে বিদ্যানিধির সন্দেহ—
মাণ্ডুয়া-বসন যে ধরিলা জগন্নাথে।সন্দেহ জন্মিল বিদ্যানিধির ইহাতে।