মঙ্গলাচরণ—
জয় জয় গৌরচন্দ্র শ্রীবৎসলাঞ্ছন।জয় শচীগৰ্ভরত্ন ধর্মসনাতন।
শ্রীবৎসলাঞ্ছন,—শ্রীনারায়ণ শ্রীগৌরাভিন্ন তত্ত্ব; তিনি নিত্যধর্মের একমাত্র ভোক্তা বলিয়া মূর্ত সনাতন।