হরি-কীর্তন শূন্য দেশে প্রভুর দুঃখানুভব—
ভক্তিশূন্য সর্ব দেশ, না জানে কীর্ত্তন।
কারো মুখে নাহি কৃষ্ণনাম-উচ্চারণ।
কৃষ্ণবিমুখ জীবগণ বদ্ধভাবাপন্ন হইয়া কৃষ্ণসেবা সম্পূর্ণভাবে বিস্মৃত হইয়াছে; তজ্জন্যই তাহারা কৃষ্ণকীর্তনের পরিবর্তে ইতর বস্তুর কথায় দিন যাপন করে। সুতরাং হরিকীর্তন পরিত্যাগ করায় তাহারা কেবল ভোগপর হইয়া কৃষ্ণনামোচ্চারণে বিরত হয়। কৃষ্ণকথার দুর্ভিক্ষ ভক্তিশূন্য মরুপ্রদেশে প্রেমবন্যার দুর্ভিক্ষ করায়।