Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 95

Language: বাংলা
Language: English Translation
  • বক্রেশ্বর গমনের ছলে রাঢ়দেশ কৃতাৰ্থকরণ—

    হেন বুঝি করি’ প্রভু বক্রেশ্বর-ব্যাজ।
    ধন্য করিলেন সর্ব রাঢ়ের সমাজ।

    প্রেমভক্তিরহিত কঠিনহৃদয় রাঢ়দেশবাসিগণের চিত্তে প্রেম-বর্ষণের অভিপ্রায়ে মহাপ্রভু রাঢ়দেশে ভ্রমণ ছলনা করিয়াছিলেন। শুষ্কহৃদয় মায়াবাদিগণ নির্বিশেষ-বিচার অবলম্বন করায় বক্রেশ্বরের আনুগত্য-ছলনা করেন। শ্রীগৌরসুন্দর সেই নির্বিশেষবাদী সন্ন্যাসিগণের বিচারের অনুমোদন ছলনা করিয়া বক্রেশ্বর-গমনের অভিনয় করেন; পরে শ্রীজগন্নাথের সমীপে গমন করিয়া সবিশেষে বেদান্তের উত্তমতা প্রচার করিয়াছিলেন। পুরুষোত্তম-বিচার-রহিত হইয়া যে সকল মায়াবাদী ভগবত্তার নির্বিশেষ কল্পনা করে, তাহারা ভগবান্ বিষ্ণুর নশ্বর জগৎসংহার-মূর্তি রুদ্রের উপাসনার ছলনা করে। বাহিরে সবিশেষ ভগবত্তার আশ্রয়ছলনা ও অন্তরে মুমুক্ষা তাহাদিগকে বিপথে চালনা করে। মহাপ্রভু কর্তৃক রাঢ়দেশবাসীর কঠিন হৃদয়ের নির্বিশেষ-বিচারের অনুমোদন ছলনা ও উহার পরিত্যাগবাসনা ভক্তি দৃষ্টিতে সর্বতোভাবে দ্রষ্টব্য।

Page execution time: 0.0408470630646 sec