কাটোয়ায় সন্ন্যাস-গ্রহণ লীলার অব্যবহিত পরেই দিব্যবিরহোন্মাদ-লীলা-প্ৰকাশ;
মুকুন্দকে কীর্তনারম্ভে আদেশ-প্রদান—
করিলেন মাত্র প্রভু সন্ন্যাস গ্রহণ।
মুকুন্দের আজ্ঞা হৈল করিতে কীর্তন।
যতিধর্মে নৃত্য, গীত, বাদ্য—এই তৌত্রিক আবাহন করিবার যােগ্যতা নাই, কিন্তু ভগবদ্ভজনােদ্দেশে দুঃসঙ্গপরিত্যাগরূপ সন্ন্যাস-গ্রহণে ভােগপর তৌত্রিক বিচার কেবল বিপর্যস্ত হয় না; পরন্তু সেইগুলি ভগবৎসেবার উপায়ন-স্বরূপই হইয়া থাকে। যতি-ধর্ম-গ্রহণের পর শ্রীকৃষ্ণচৈতন্যদেব মায়িক কীর্তন করিবার আজ্ঞা দিলেন।