নিশায় প্রভুর গোপনে আপ্তবর্গের নিকট হইতে প্রান্তর-ভূমিতে গমন—
ভিক্ষা করি’ মহাপ্রভু করিলা শয়ন।চতুর্দিগে বেড়িয়া শুইলা ভক্তগণ।