ভক্তগণসহ নৃত্য করিতে করিতে গমন—
হেন মতে নৃত্য-রসে বৈকুণ্ঠের নাথ।নাচিয়া যায়েন সব-ভক্তগণ-সাথ ।
‘নাচিয়া যায়েন সব ভক্তগণ-সাথ’ পাঠান্তরে ‘চলিয়া যায়েন সর্ব-ভক্তবর্গসাথ’।