শ্রীকৃষ্ণচৈতন্য-নাম-বিমুখ পাপী ভূতপ্রেতসদৃশ—
শ্রীকৃষ্ণচৈতন্য-নামে বিমুখ যে জন।
নিশ্চয় জানিই সেই পাপী ভূত-গণ।
মানবের মধ্যে মৎসরতা-বশে যাহারা শ্রীকৃষ্ণচৈতন্যের সেবায় উন্মুখতা প্রদর্শন করে না, সেই ভাগ্যহীন গৌরবিমুখ জনগণ পাপিষ্ঠ ও ভূতপ্রেত-সদৃশ; এ বিষয়ে কোন সন্দেহ নাই। কৃষ্ণপ্রেম-সংগ্রহে প্রীতির অভাব থাকিলে জীবের পাপ-প্রবৃত্তির উদয় হয় এবং সে ইন্দ্রিয়পরায়ণ হইয়া ইতর শ্রেণীর অন্তর্ভুক্ত হয়।
তথ্য। শ্রীচৈতন্যচন্দ্রামৃত ৩১ ও ৩২ শ্লোক দ্রষ্টব্য।