Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 64

Language: বাংলা
Language: English Translation
  • প্রভুর বক্রেশ্বরের নির্জন বনে নির্জন-ভজন-লীলা করিবার অভিলাষ—

    প্রভু বলে,—“বক্রেশ্বর আছেন যে বনে।
    তথাই যাইমু মুঞি থাকিমু নির্জনে।”

    ‘ বক্রেশ্বর’ নামক স্থানে বক্রেশ্বর নামক মহাদেব আছেন; উহা রাঢ়ের অন্তর্গত।

     তথ্য। বক্রেশ্বর বীরভূম জেলায় আমাদপুর ষ্টেশন হইতে প্রায় ১৬ মাইল পশ্চিমদিকে বক্রেশ্বর অবস্থিত। কলিকাতা হইতে আমাদপুর ১১১ মাইল। বক্রেশ্বর —শিবমূর্তি। এখানে প্রতি বৎসর শিবরাত্রির সময় খুব বড় মেলা হইয়া থাকে। এখানে কয়েকটী উষ্ণ ও কয়েকটী শীতল জলপূর্ণকুণ্ড বিরাজিত। ইহা একটি পীঠস্থান নামে কথিত।

Page execution time: 0.0512549877167 sec