প্রভুর রাঢ়দেশে প্রবেশ—
রাঢ়ে আসি' গৌরচন্দ্র হইলা প্রবেশ।
অদ্যাপিহ সেই ভাগ্যে ধন্য রাঢ়-দেশ।
রাঢ়দেশ—-রাষ্ট্র প্রদেশ, রাজধানী হইতে সুদূরে অবস্থিত শাসনান্তর্গত প্রদেশ। গঙ্গার পশ্চিম তটে অবস্থিত রাঢ়দেশকে বঙ্গদেশের রাজধানী গৌড়পুরে রাষ্ট্রপ্রদেশ বলা হইত।