জয় জয় পতিত-পাবন গৌরচন্দ্র।
দান দেহ হৃদয়ে তোমার পদ-দ্বন্দ্ব।
৫ম সংখ্যার পরে কোন কোন পুঁথিতে এই চরণ দুইটী পাওয়া যায়—
জয় জয় শেষ-রমা-অজ ভুব-নাথ।
জীবপ্রতি কর’ প্রভু শুভ দৃষ্টিপাত।
শ্রীকৃষ্ণচৈতন্য-মহাবদান্য ও পূর্ণতম-দয়াময়, সুতরাং গ্রন্থকার র্তাহার নিকট তাহার পাদপদ্মা-সেবাভিক্ষা করিয়া সর্বতোভাবে হার্দী উপাসনা করিবার প্রার্থনা রাখেন।