সেই প্রভু এই দিন-দুই-চারি ব্যাজে।
আসিয়া মিলিব তোমা’—সবাকার মাঝে।
শ্রীঅদ্বৈতাদি ভক্তগণ শ্রীচৈতন্যদেবের সন্ন্যাস-গ্রহণে অতীব দুঃখিত হওয়ায়, সকলেই প্রাণ পরিত্যাগ করিবার সঙ্কল্প করিলেন; তখন তাহারা দৈববাণীতে বুঝিতে পারিলেন যে, শ্রীগৌরসুন্দরের বাহ্য ভক্তপরিত্যাগাভিনয় অতি অল্প দিনের জন্য মাত্র; অভক্তসঙ্গ-পবিত্যাগই তাঁহার সন্ন্যাস-লীলা।
‘দিন-দুই চারি’ স্থানে ‘দুই তিন চারি’ ও ‘মাঝে’ স্থানে ‘সমাজে’ পাঠান্তর।