Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 3

Language: বাংলা
Language: English Translation
  • জয়কীর্তন ও প্রার্থনা —

    জয় জয় শ্রীকৃষ্ণচৈতন্য লক্ষ্মীকান্ত।
    জয় জয় নিত্যানন্দবল্লভ-একান্ত।

    লক্ষ্মীকান্ত শ্রীকৃষ্ণচৈতন্য স্বয়ংরূপ ব্রজেন্দ্রনন্দনাভিন্ন শ্রীকৃষ্ণচৈতন্যদেব বিষ্ণুপরতত্ত্ব, সুতরাং লক্ষ্মীর আরাধ্য। শ্রীকৃষ্ণ বস্তু সম্বন্ধে সকলকে চৈতন্যবিশিষ্ট করেন বলিয়া স্বয়ংরূপতত্ত্ব শ্রীকৃষ্ণচৈতন্য’ নামে প্রসিদ্ধ। তাহারই তদেকাত্ম-প্রকাশসমূহ নারায়ণ’ ‘বিষ্ণু” প্রভৃতি পর্যায়ে গণিত হন। ঐ সকল প্রকাশ স্বয়ংরূপেরই অন্তর্নিহিত তত্ত্ববিশেষ। সুতরাং শ্রীকৃষ্ণচৈতন্যদেবের তুর্যাবস্থান-লীলায় লক্ষ্মীকান্তত্বের অসংযোগ নাই।

Page execution time: 0.0340390205383 sec