তুমি মোর পিতা—মুঞি নন্দন তোমার।
জন্ম জন্ম তুমি প্রেম-সংহতি আমার।
শ্রীচন্দ্রশেখর আচার্য শ্রীগৌরসুন্দরের মাতৃস্বসূপতি বলিয়া বিদিত। তজ্জন্য মহাপ্রভু তাঁহাকে পিতৃ-সম্বোধনপূর্বক স্বয়ং বাৎসল্যরসের বিষয়-বিগ্রহ হইলেন। ভগবানের প্রত্যেক অবতারেই চন্দ্রশেখর আচার্যের প্রীতি-সঙ্গতি আছে, জানাইলেন।। তাঁহার হৃদয়ে শ্রীগৌরসুন্দর সর্বদাই আবদ্ধ আছেন, সুতরাং তাঁহাকে শ্রীমায়াপুরে ফিরিয়া গিয়া সকলের নিকট স্বীয় বনগমনের কথা জানাইতে বলিলেন এবং কেশব ভারতীকে তাঁহার প্রার্থনানুসারে সঙ্কীর্তন করিতে করিতে অগ্রে লইয়া চলিলেন। শ্রীচৈতন্যচন্দ্রের চিত্তে প্রগাঢ় কৃষ্ণবিরহ দেখা দিল। কৃষ্ণানুসন্ধানে কৃষ্ণকে ডাকিতে ডাকিতে তিনি চলিতে লাগিলেন।