ভক্তগণের প্রভুর অবশেষপাত্র লুণ্ঠন—
ভোজন করিয়া প্রভু চলিলেন মাত্র।
ভক্তগণ লুঠি খাইলেন শেষ-পাত্র ।
তথ্য। ত্বয়োপভুক্অস্রগ্ গন্ধবাসোঽলঙ্কারচর্চিতাঃ। উচ্ছিষ্টভোজিনো দাসাস্তব মায়াং জয়েম হি।। (ভাঃ ১১/৬/৪৬) প্রভু কহে,—ভাল কৈলে, শাস্ত্ৰ-আজ্ঞা হয়।
কৃষ্ণের সকল শেষ ভৃত্য আস্বাদয়।। (চৈঃ চঃ মধ্য ১৫/২৩৬)।