অদোষদর্শী, দয়ার সাগর গৌরচন্দ্র—
করুণাসাগর গৌরচন্দ্র মহাশয়।
দোষ নাহি দেখে প্রভু, গুণমাত্র লয়।
* ভগবান্ দোষপূর্ণ জীবের গুণ গ্রহণ করেন বলিয়া তিনি গুণগ্রাহী; তিনি অদোষদর্শী। পতিত জীব তাঁহার নিকট হইতে উৎসাহ না পাইলে কোন মতেই আপনাকে উদ্ধার করিতে সমর্থ হয় না।
তথ্য। অহো বকী যং স্তনকালকূটং জিঘাংসয়াপায়য়দপ্যসাধ্বী। লেভে গতিং ধাত্ৰ্যুচিতাং ততোঽন্যং কং বা দয়ালুং শরণং ব্রজেম।। (ভাঃ ৩/২/২৩)।