কীর্তন-আরম্ভে প্রেমভক্তির বিলাস।
অতএব কলিযুগে আমার প্রকাশ।
তথ্য। কৃতে যদ্ধ্যায়তো বিষ্ণুং ত্রেতায়াং যজতো মখৈঃ । দ্বাপরে পরিচর্যায়াং কলৌ তদ্ধরিকীর্তনাৎ ।। (ভাঃ ১২ /৩/৫২) কৃষ্ণবর্ণং ত্বিষাঽকৃষ্ণং সাঙ্গোপাঙ্গাস্ত্রপার্ষদম্ ।যজ্ঞৈঃ সঙ্কীর্তনপ্রায়ৈর্যজন্তি হি সুমেধসঃ।। (ভাঃ ১১ /৫/৩২) ইত্যোহং কৃতসন্ন্যাসোঽবতরিষ্যামি কলৌ চতুঃসহস্রাব্দোপরি পঞ্চসহস্রাভ্যন্তরে গৌরবর্ণো দীর্ঘাঙ্গঃ সৰ্বলক্ষণযুক্ত ঈশ্বরপ্রার্থিতো নিজরসাস্বাদো মিশ্ৰাখ্যো বিদিতযোগোঽস্যাম্।। (অথর্ববেদ তৃতীয়কাণ্ড-ধৃত বিষ্ণুসহস্রনাম।)।