কৃপা করি’ প্রভু সঙ্গে লইলেন তানে।
অগ্রে গুরু করিয়া চলিলা প্রভু বনে।
শ্রীকৃষ্ণচৈতন্যদেব কৃষ্ণপ্রেমে উন্মত্ত হইয়া স্বীয় ন্যাসিগুরু ভারতীকে আলিঙ্গন করায় ভারতীও সেই প্রসাদ লাভ করিয়া প্রেমভক্তিতে অবস্থিত হওয়ায় দণ্ড, কমণ্ডলু, বস্ত্র প্রভৃতি সকলই দূরে বিসর্জন করিলেন। ভারতী কেবল মায়াবাদী সন্ন্যাসী ছিলেন না; তিনি গৌরভক্ত হইয়াছেন জানিয়া ভক্তগণের আর আনন্দ ধরে নাই।