মহাপ্রভুর অতিমর্ত্য কৃষ্ণ-প্রেম-লাস্য—
অশ্রু, কম্প, পুলক, হুঙ্কার, অট্টহাস।কিবা সে অদ্ভুত অঙ্গভঙ্গীর প্রকাশ।