প্রভুর স্নেহ-কৃপা ও ভক্তগণের জীব-বন্ধন-বিনাশন আনন্দ ক্রন্দন—
সবারে করিলা প্রভু আলিঙ্গন দান।সবেই প্রভুর নিজ-প্রাণের সমান।