শিশু অচ্যুতানন্দের গৌরপদতলে লুণ্ঠন ও প্রভুর অচ্যুতকে ক্রোড়ে স্থাপন—
আসিয়া পড়িলা গৌরচন্দ্র-পদতলে।ধূলার সহিত প্রভু লইলেন কোলে।