চারি-বেদে ধ্যানে যাঁ’রে দেখিতে দুষ্কর।
তাঁ’র সঙ্গে সাক্ষাতে নাচয়ে ন্যাসিবর।
তথ্য। স্তুবন্তি বেদা যং শশ্বৎ নান্তং জানন্তি যস্য বৈ। তং স্তৌমি পরমানন্দং সানন্দং নন্দনন্দনম্।।(নারদ পঃ ১/১/৭) যদি বেদান জানন্তি মাহাত্ম্যং পরমাত্মনঃ। ন জানিম তস্য গুণ্যং বেদানুসারিণো বয়ম্।(নারদ পঃ ১/১২/৫১) কেনোপনিষৎ (২/১) দ্রষ্টব্য।