Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 185

Language: বাংলা
Language: English Translation
  • শ্রীচৈতন্য'-নাম-শ্রবণেশ্রীচৈতন্য দর্শনার্থ। গণসমষ্টির ফুলিয়া-যাত্রা—

    অনন্ত অর্বুদ লোক হৈল খেয়াঘাটে।
    খেয়ারি করিতে পার পড়িল সঙ্কটে।

    নৃসিংহদেব-পল্লীর নিকট যে বর্তমান বাগ দেবীর খাল গঙ্গায় পড়িয়াছে, সেই স্থানে মহাপ্রভুর প্রকটকালে সরস্বতী বা খড়িয়া নদী মিলিত হইয়াছিল। শ্রীমায়াপুর হইতে আরম্ভ করিয়া সুবর্ণবিহার, গোদ্রুম ও মধ্যদ্বীপ প্রভৃতি পার হইয়া খড়িয়ার ‘খেয়া ঘাট’ অবস্থিত ছিল। সে-স্থানে নদী পার হইয়া নবদ্বীপ হইতে শান্তিপুর ও ফুলিয়ায় যাইতে হইত। সে-সময়ে নবদ্বীপ-নগর বেশ বিস্তৃত ছিল।

Page execution time: 0.0415070056915 sec