ভাল হয় যেমতে, প্রভু সে ভাল জানে।
সুখে থাক তুমি দেহ সমর্পিয়া তানে।
শ্রীনিত্যানন্দ শচীদেবীকে বলিলেন যে, যখন তাঁহার পুত্র তাঁহার সকল ভার গ্রহণ করিয়াছেন, তখন তোমার আর চিন্তার কারণ নাই। ব্যবহারিক ও পারমার্থিক, উভয় জগতেরই তিনি একমাত্র পালক। বাৎসল্য-রসের আশ্রয়বিগ্রহ ভগবানের পিতৃমাতৃবর্গ সকলেই সর্বতোভাবে ভগবানে সমর্পিতাত্মা। সুতরাং এই সকল বিষয় বুঝিয়া যাহা স্থির হয়, তদ্রূপ শচীদেবী অনুষ্ঠান করিতে পারেন।