তিলার্ধেকো চিত্তে নাহি করিহ বিষাদ।
বেদেও কি পাইবেন তোমার প্রসাদ।
বেদশাস্ত্র স্বাধ্যায়-নিরত জনগণকে অনুগ্রহ করেন।ঐ বেদ শচীদেবীর অনুগ্রহ পাইবার প্রার্থী। যেহেতু স্বয়ংরূপ ভগবান্— শ্রীশচী-পুত্ররূপে নিত্য বিরাজমান। শচীনন্দনের আরাধনা করিবার জন্য বেদশাস্ত্র সর্বদা উদ্গ্রীব ও উন্মুখ।