যা’রে দেখে আই তাহারেই বার্তা কয়।
“মথুরার লোক কি তোমরা সব হয় ?।
আর্যা শচীদেবী শ্রীগৌরসুন্দরের অভাবে সকলকে জিজ্ঞাসা করিলেন--“তােমরা কি মথুরার লােক? রামকৃষ্ণের সংবাদ কি?' তিনি অর্জুরের আগমন প্রভৃতির আশঙ্কা ও রামকৃষ্ণের বেণুশিঙ্গা প্রভৃতির ধ্বনি উপলব্ধি করিতেছিলেন।