প্রভুর ফুলিয়া-নগরে যাত্রা—
তাঁ’ সবা’ লইয়া তুমি আসিয়া সত্বরে।আমি যাই হরিদাসের ফুলিবা নগরে।
ফুলিয়া-নগর রাণাঘাট ও শান্তিপুরের মধ্যে ফুলিয়া গ্রাম। নবদ্বীপ হইতে ভক্তগণ নৌকায় আসিয়া তথায় যোগদান করিলেন।