সকৃৎ তোমার নাম করিলে শ্রবণ।
তা’র বিষ্ণুভক্তি হয়, কি পুনঃ ভক্ষণ।
গঙ্গোদক পান করিলে যে পরম-মঙ্গল হয়, তাহাতে আর সন্দেহ নাই। একবার মাত্র ‘গঙ্গা’ এই শব্দ শুনিলেই জীবের ভগবৎ-সেবা-প্রবৃত্তির উদয় হয়। গঙ্গার কৃপায় জীবের শ্রীকৃষ্ণনামোচ্চারণ স্ফূর্তি পায়।