“প্রেম-রসস্বরূপ তোমার দিব্য জল।শিব সে তোমার তত্ত্ব জানেন সকল।
গঙ্গোদক, কৃষ্ণসম্বন্ধযুক্ত, তরল বলিয়া কৃষ্ণপ্রেমরসস্বরূপ; ভগবৎসেবক রুদ্র সেই প্রেমরস স্বীয় শিরে ধারণ করেন।