আচম্বিতে শিশু-মুখে শুনি’ হরিধ্বনি।
কি হেতু ইহার সবে কহ দেখি শুনি?”।
হঠাৎ রাখাল বালকগণের মুখে হরিধ্বনি শ্রবণ করিয়া ‘ঐ শিশুগণ—কাহারা’, তাহা জানিবার জন্য ভগবান্ শ্রীগৌসুন্দরের উৎকণ্ঠা হইল। যেখানে গঙ্গা, সেখানেই হরিভক্তির প্রচার; সুতরাং ইহা গঙ্গার মহিমা-মাত্র।