(৩) পিতামাতাকে মহাপুরুষ চিহ্ন-প্রদর্শন—
আদিখণ্ড, ধ্বজ-বজ্র-অঙ্কুশ-পতাকা।
গৃহ-মাঝে অপূর্ব্ব দেখিলা পিতা-মাতা ॥৯৮॥
মহাপুরুষ-লক্ষণে ধ্বজ, বজ্র, অঙ্কুশ ও পতাকা প্রভৃতি চিহ্নসমূহ সামুদ্রিক শাস্ত্রে কথিত আছে। শ্রীভগবানের পাদপদ্মে। ঐসকল চিহ্ন--নিত্য-প্রকাশিত। প্রভু গৃহের অভ্যন্তরে যে-সকল স্থানে ভ্রমণ করিয়াছেন, সেই সকল স্থানে ধ্বজবজ্ৰাদি চিহ্ন থাকায়, শ্রীশচীদেবী ঐগুলি দর্শন করিলেন॥৯৮॥