Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক ৮৬

Language: বাংলা
Language: English Translation
  • গৌরগতচিত্ত, গৌরাপির্তাত্মা গ্রন্থকারের মহাপ্রভুকে যন্ত্রীও আপনাকেযন্ত্র’-জ্ঞান

    কাষ্ঠের পুতলী যেন কুহকে নাচায়
    এইমত গৌরচন্দ্র মোরে যে বোলায় ৮৬

    পুত্তলিকা যেমন স্বয়ং স্বতন্ত্রভাবে নৃত্য করিতে অসমর্থ এবং ঐন্দ্রজালিকগণ যেমন সেই পুত্তলিকাকে যথেচ্ছভাবে নৃত্য ও পরিচালনা করায়, কিন্তু নৃত্যের কারণ অদৃশ্য থাকে, তাপ পরম-কৃপাময় স্বয়ং ভগবান্‌ শ্রীগৌরচন্দ্রও আমাকে তন্নামগুণ কীর্তনকারিরূপে নর্তক করিয়া তুলিয়া যথেচ্ছভাবে স্বীয় সেবার নিমিত্ত পরিচালন করিতেছেন, আমি---স্বতন্ত্রভাবে তন্নামগুণকীর্তনরূপ ‘নৃত্যাদি- কার্যে অসমর্থ। শ্রীমৎ কবিরাজ-গোস্বামিপ্রভু বলেন,-চৈঃ চঃ আদি ৮/৩৯ সংখ্যায়) “বৃন্দাবনদাস মুখে বক্তা —শ্রীচৈতন্য’’॥৮৬॥

Page execution time: 0.0357999801636 sec