শ্ৰেীতপস্থায় গুহাতিগুহ্য শ্রীগৌর-চরিত্র-শ্রবণান্তেই কীর্তন-বিধি—
বেদণ্ডহ্য চৈতন্যচরিত্র কে জানে?
তাই লিখি, যাহা শুনিয়াছি ভক্ত-স্থানে ॥৮৪॥
পুণ্যশ্রবণ-চরিত,-(ভাঃ ১/২/১৭ শ্লোকে ‘পুণ্যশ্রবণকীর্তনঃ’ অর্থাৎ যাঁহার নাম ও চরিতের শ্রবণ ও কীর্তন—পরম পাবন।
শ্ৰীমন্মহাপ্রভুর প্রকটকালীয় ভক্তগণের শ্রীমুখেই তদীয় লীলাকথা গ্রন্থকার যে-যে-ভাবে শ্রবণ করিয়াছেন, তাহাই চৈতন্যভাগবত রচনার উপকরণ বা উপাদানরূপে স্বীকার করিয়াছেন; এতদ্দ্বারা গ্রন্থকারকর্তৃক বৈষ্ণবানুগত্যেই সূক্ষ্মভাবে শৌতপন্থার আদর প্রদর্শিত হইতেছে॥৮৪ ॥