গুরু নিত্যানন্দ হইতে গ্রন্থ রচনার্থ আদেশ লাভ —
অন্তর্যামী নিত্যানন্দ বলিলা কৌতুকে।
চৈতন্যচরিত্র কিছু লিখিতে পুস্তকে ॥৮০॥
গ্রন্থকার আপনাকে শ্রীনিত্যানন্দপ্রভুর ‘শেষভৃত্য’ বলিয়া বৰ্ণন করিয়াছেন, অর্থাৎ তাঁহার অনুগ্রহ প্রাপ্তির পরে শ্রীনিত্যানন্দপ্রভু আর কাহাকেও ‘শিষ্য’-রূপে গ্রহণ করেন নাই। শ্রীনিত্যানন্দপ্রভুও তাঁহার হৃদয়ে উদিত হইয়া শ্রীচৈতন্যচরিত্র বর্ণন করিবার জন্য আদেশ করিয়াছিলেন। শ্রীনিত্যানন্দপ্রভুর বিশেষণে ‘অন্তর্যামী’-শব্দের প্রয়োগ-দ্বারা প্রভুর অপ্রকট-কালেই যে গ্রন্থকারের হৃদ্দেশে গ্রন্থরচনার আদেশ স্ফুর্তিপ্রাপ্ত হইয়াছিল, তাহা সূচিত হইতেছে॥৮০॥