একই নিত্যানন্দ-বলদেব বাচক বহু অভিন্ন শ্রীনাম— ‘
দ্বিজ’, ‘বিপ্র’, ‘ব্রাহ্মণ’ যেহেন নাম-ভেদ।
এইমত নিত্যানন্দ’, ‘অনন্ত’, ‘বলদেব ॥৭৯॥
‘দ্বিজ’, ‘বিপ্র’ ও ‘ব্রাহ্মণ’ প্রভৃতি শব্দ যেমন সমপর্যায়ভুক্ত, সেইরূপ ‘অনন্ত’, ‘বলদেব’ ও ‘নিত্যানন্দ’ও একই বিগ্রহের অভিন্ন শ্রীনাম॥৭৯॥