অশোকাভয়ামৃতসেবনেচ্ছুনিঃশ্রেয়সার্থীর শ্রীগুরু নিত্যানন্দ-রামপদাশ্রয়-কর্তব্যতা —
সংসারের পার হই’ ভক্তির সাগরে।
যে ডুবিবে, সে ভজুক নিতাইচাঁদেরে ॥৭৭॥
সংসার-সাগর-সদৃশ; তাহাতে ডুবিয়া গেলে জীবের সর্বনাশ হয়। সংসার-সমুদ্র উত্তীর্ণ হইয়া ভগবানের সেবাময় অতল জলধিতে নিমজ্জিত হইলেই নিত্য পরমানন্দের উদয় হয়। যাহার সেবা-সমুদ্রে নিমজ্জিত হইবার অভিলাষ হয়, তাঁহার নিত্যানন্দ পদ আশ্রয় করাই একান্ত প্রয়োজনীয়॥৭৭॥