কীর্তনকারী শ্রীঅনন্তের কীর্তন-প্রভাব ও কীর্তনীয় শ্রীকৃষ্ণের গুণমাধুর্য, এতদুভয়ের স্ব-স্ব-উৎকর্ষ-প্রদর্শনার্থ প্রতিযোগিতা লীলা-বৈচিত্র্য; উভয়েই ‘অজিত'—
গায়েন অনন্ত, শ্ৰীযশের নাহি অন্ত॥
জয়ভঙ্গ নাহি কারু, দোঁহে বলবন্ত ॥৬৮॥
শ্ৰীযশের, —শ্রীকৃষ্ণের যশ বা গুণের; জয়ভঙ্গ—পরাজয়; কারু, —কাহারও অর্থাৎ শ্রীশেষের কিংবা শ্রীকৃষ্ণের; দোঁহে দুইজনেই অর্থাৎ বাগ্নিকুলশিরোমণি শ্রীঅনন্তদেব ও শ্রীকৃষ্ণ, উভয়েই ॥৬৮॥