সহস্র-ফণার এক-ফণে ‘বিন্দু’ যেন।
অনন্ত বিক্রম, না জানেন,—‘আছে' হেন ॥৬৬॥
৬৫-৬৬ সংখ্যাদ্বয়—পূর্ববর্তী ৫৬ শ্লোকের পদ্যানুবাদ; পূর্ববর্তী ১৫ শ সংখ্যার তথ্যে ‘ভাঃ ৫/১৭/২১, ৫/২৫/২ ও ৬/১৬/৮ শ্লোকের শেষার্ধ দ্রষ্টব্য। ‘বিন্দু’ যেন, —সর্ষপ বা ‘সিদ্ধার্থ’-তুল্য;অনন্তবিক্রম,—পূর্ববর্তী ৫৬ সংখ্যক মূলশ্লোকের ‘আনস্ত্যাদবিমিতবিক্ৰমস্য’-পদ দ্রষ্টব্য।
বিবৃতি। ভগবান শ্রীশেষের সহস্রফণা; তন্মধ্যে একটীমাত্র ফণায় বিন্দু (সর্ষপ) সদৃশ স-গিরিসাগরা অনন্ত পৃথিবী অবস্থিতা; উহার গুরুভার অনুভব করা দূরে থাকুক, স্বীয় শিরোদেশে উহা আদৌ বর্তমান কি না, তাহাই অনন্ত-পরাক্রমশালী শ্রীঅনন্তদেবের অনুভবের বিষয় হয় না॥৬৬॥