Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক ৪৯

Language: বাংলা
Language: English Translation
  • সহস্র-মুখে শ্রীগৌর-কৃষ্ণ-কীর্তনকারী সর্ববৈষ্ণবপূজ্য-বিগ্রহ শ্রীঅনন্তদেব

    সবার পূজিত শ্ৰীঅনন্ত-মহাশয়
    সহস্রবদন প্রভু ভক্তিরসময় ৪৯

    শ্রীঅনন্ত,—(ভাঃ ১০/২/৫ শ্লোকে রাজা পরীক্ষিতের প্রতি শ্ৰীশুকদেবের উক্তি—) “যিনি —শ্রীকৃষ্ণের ধাম বা কলা, দেবলোকে যাঁহাকে ‘অনন্ত’-নামে অভিহিত করে, তিনিই দেবকীর হর্ষ ও শোকবর্ধনকারী শুদ্ধসত্ত্বময় সপ্তম-গর্ভে হইলেন।

    (ভাঃ ১০/১/২৪ শ্লোকে দেবগণের প্রতি ব্রহ্মার উক্তি—) “ভগবান্ বাসুদেবের কলা, সহস্রবদন, স্বরাট্‌ শ্রীঅনন্তদেব শ্রীকৃষ্ণের প্রিয়কার্য-সম্পাদনেচ্ছু হইয়া তাঁহার অগ্রে অবতীর্ণ হইবেন।’’

    ইহার শ্রীজীব-প্রভুকৃত কৃষ্ণসন্দর্ভের (৮৬ সংখ্যায়) ব্যাখ্যা —শ্রীবসুদেব নন্দনস্য বাসুদেবস্য কলা প্রথমোহংশঃ শ্রীসন্ধর্ষণঃ  তৎসংর্যকীর্ণত্বং স্বয়মব, * —‘স্বরাট্‌’ স্বেনৈব রাজতে ইতি; অতএবানন্তঃ কালদেশপরিচ্ছেদরহিতঃ! * * য এব শেষাখ্যঃ সহস্রবদনোঽপি ভবতি; * * তদুক্তং শ্ৰীযমুনাদেব্যা (ভাঃ ১০/৬৫/২৮)—“রাম রামমহাবাহো ন জানে তববিক্রমম্‌ । যস্যৈকাংশেন বিধূতা জগতী জগতঃ পতে॥ “একাংশেন——শেষাখ্যেন’ ইতি টীকা চ। * * অতঃ ‘শেষাখ্যং ধাম মামকম্’ (ভাঃ ১০/২/৮) ইত্যত্রাপি ‘শিষ্যতে শেষসংজ্ঞঃ’ ইতিবৎ অব্যভিচর্যংশ এবোচ্যতে। শেষস্যাখ্যা খ্যাতির্যম্মাদিতি বা॥’’৪৯॥

Page execution time: 0.0349190235138 sec