Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক ৪৭

Language: বাংলা
Language: English Translation
  • শ্ৰীসঙ্কৰ্ষণাংশ শ্রীগরুড়েরও বহুভাবে বিষ্ণুসেবা

    অনন্তের অংশ শ্রীগরুড় মহাবলী
    লীলায় বহয়ে কৃষ্ণে হঞা কুতূহলী ৪৭

    ‘অনন্তের অংশ শ্রীগরুড় মহাবলী’,—শ্রীল গরুড়দেবও একাধারে ভগবান্‌ শ্রীবিষ্ণুর দাস, সখা, আসন, ধ্বজ ও বাহনাদিরূপে সংকর্ষণ বা অনন্তেরই অংশ; যথা আলবন্দারু বা শ্রীযামুনাচার্য-কৃত ‘স্তোত্ররত্নে’ ৪১ শ্লোকে—“দাসঃ সখা বাহনমাসন ধ্বজো যস্তে বিতানং ব্যজনং ত্রয়ীময়ঃ। উপস্থিত তেন পুরো গরুত্মতা ত্বদঙিঘ্রসম্মর্দকিণাঙ্কশোভিনা॥’’

    অর্থাৎ, যিনি---আপনার দাস, সখা, বাহন, আসন, ধ্বজ, চাঁদোয়া, ব্যজন এবং ঋক্‌, সাম ও যজুর্বেদময়, যিনি-- আপনার পাদপদ্মসংমর্দন-জনিত-চিহ্নদ্বারা শোভাযুক্ত, সেই শ্রীল গরুড়ের সহিত আমার সম্মুখে সমুপস্থিত আপনাকে কবে আমি সন্তুষ্ট করিব?

    লীলায় বলয়ে,—পাঠান্তর, ‘বুলয়ে’ ও ‘বহয়ে’। ‘বলয়ে’,—বেষ্টন করে বা সেবা-সমৃদ্ধি সাধন করে; ‘বুলয়ে’,—ভ্রমণ করে; আর ‘বহয়ে’ বহন করে॥৪৭॥

Page execution time: 0.0447990894318 sec