যথার্থ শাস্ত্র-তাৎপর্যে অবিশ্বাসী হেতুবাদীই পাপী ও নাস্তিক—
কোন পাপী শাস্ত্র দেখিলেহ নাহি মানে।
এক অর্থে অন্য অর্থ করিয়া বাখানে ॥৪১॥
শাস্ত্রের এক অর্থকে অন্য অর্থরূপে ব্যাখ্যানের নাম অর্থান্তর-কল্পন বা ‘ছল’; উহা—একটী নামাপরাধ ।
পাপপ্রবণ-চিত্তে সত্যবস্তু-দর্শন—অসম্ভব। শ্রদ্ধাহীন জনগণের সত্যোপলব্ধিতে সর্বদাই বিবর্ত বর্তমান। উহারা বিপ্রলিপ্সা ক্রমে স্বার্থান্ধ হইয়া সত্যার্থ গ্রহণের পরিবর্ত্তে শাস্ত্রের কদৰ্থ করিয়া থাকে ॥৪১॥