নিখিল চিদ্ বল বা বীর্যাধার শ্রীবলরামপ্রভুর রাসে অবিশ্বাসী ব্যক্তিই ভক্তিহীন বা ‘ক্লীব’ —
এবে কেহ কেহ নপুংসক বেশে নাচে।
বোলে,-“বলরাম রাস কোন্ শাস্ত্রে আছে?'॥৪০॥
নির্বিশেষবাদী সর্বেশ্বরেশ্বর শ্রীবলরামের চিদ্বিলাসবৈচিত্র্যময়ী শ্রীরাসক্রীড়াকে শাস্ত্রবিরুদ্ধ বলিয়া অভিহিত করেন। তাঁহারা প্রাপঞ্চিক-বিষয় হইতে নিবৃত্ত হইয়া জীবাত্মার শুদ্ধা ও নিত্যা-গতি চিন্ময়ী রাসস্থলীতে প্রবেশ করিতে অসমর্থ হন এবং নপুংসকের ন্যায় চিত্তবৃত্তিবিশিষ্ট হইয়া আপাততঃ বিষয়-ভোগে বিরত হইলেও অপ্রাকৃত ভগবৎসেবা-বৈচিত্র্যময় পঞ্চরসে বঞ্চিত থাকেন; এজন্যই তাঁহাদিগকে ‘নপুংসকবেষী’ বা ‘নির্বিশিষ্ট-বিচারপর সন্ন্যাসী’ বলা হইয়া থাকে॥৪০॥