সংকীর্তনরসে মত্ত শ্রীগৌরসুন্দরের জয়—
স জয়তি বিশুদ্ধবিক্রমঃ কনকাভঃ কমলায়তেক্ষণঃ।
বরজানুবিলম্বি ষড়ভুজো বহুধা ভক্তিরসাভিনর্তকঃ ॥৪॥
‘বহুধা ভক্তিরসাভিনর্তকঃ’—পঞ্চ মুখ্যরস ও সপ্ত গৌণরস মিলিত হইয়া ভক্তিরসের উদয় করায়। গৌরসুন্দর পাঁচপ্রকার রতিবিশিষ্ট ভক্তের বিষয়-বিগ্রহ হইয়া সুষ্ঠুভাবে স্বয়ং নৃত্য করিয়াছেন এবং আশ্রিত-জনগণকে নৃত্য করাইয়াছিলেন।