রাম ও কৃষ্ণ—অভিন্ন বিগ্রহ —
যাঁর রাসে দেবে আসি’ পুষ্পবৃষ্টি করে।
দেবে জানে,—ভেদ নাহি কৃষ্ণ-হলধরে ॥৩০॥
তথ্য। ভেদ নাই, কৃষ্ণ-হলধরে,—(চৈঃ চঃ আদি ৫ম পঃ ৪-৫ সংখ্যা—) “সর্ব-অবতারী কৃষ্ণ —স্বয়ং ভগবান্ । তাঁহার দ্বিতীয় দেহ —শ্রীবলরাম॥ একই স্বরূপ দোঁহে, ভিন্নমাত্র কায়। আদ্য-কায়ব্যূহ, কৃষ্ণলীলার সহায়॥’’ ঐ মধ্য ২০শ পঃ ১৭৪ সংখ্যা “ বৈভবপ্রকাশ কৃষ্ণের —শ্রীবলরাম। বর্ণমাত্র ভেদ, সব কৃষ্ণের সমান॥’’ ভা ১০/১৫/৮ শ্লোকে অভিন্নবিগ্রহ শ্রীবলদেবের প্রতি শ্রীকৃষ্ণের উক্তি—“গোপোঽন্তরেণ ভুজয়োরপি যৎস্পৃহা শ্ৰীঃ’’॥৩০॥