তৎকালে গন্ধর্ব ও মুনিগণের বলরাম-স্তুতিগান —
উপগীয়মানো গন্ধর্ব্বৈনিতা-শোভিমণ্ডলে।
রেমে করেণুযুথেশো মহেন্দ্র ইব বারণঃ ॥২৭॥
অন্বয়। করেণুযূথেশঃ (করিণীদলপতিঃ) মাহেন্দ্রঃ (মহেন্দ্রস্য অয়ং তদ্বাহনঃ) বারণঃ (গজঃ ঐরাবত ইত্যর্থঃ) ইব (যথা, ঐরাবতঃ ইভীনাং যূথেষু যথা সুখেন রমতে, তথা তদ্বৎ, স রামঃ) বনিতা-শোভিমণ্ডলে (বনিতাভিঃ স্ব-গোপীভিঃ বিরাজিতে মণ্ডলে যুথে) গন্ধর্বৈঃ উপগীয়মান) (সংস্তুতঃ সন্ স্বয়ং চ উদ্গায়ন্) রেমে (ক্ৰীড়িতবান্)।
অনুবাদ। হস্তিনীযূথপতি ইন্দ্ৰহস্তী ঐরাবতের ন্যায় স্বীয় গোপীগণ-পরিশোভিত-মণ্ডলমধ্যে অবস্থিত হইয়া ভগবান্ শ্রীরাম স্বচ্ছন্দে বিহার করিতে থাকিলেন; তৎকালে গন্ধর্বগণ তাঁহার স্তব করিতেছিল।