চৈত্র ও বৈশাখ-মাসে শ্রীবলরামের রাস—
দুইমাস বসন্ত, মাধব-মধু-নামে।
হলায়ুধ-রাসক্রীড়া কহয়ে পুরাণে ॥২৩॥
মধু—চৈত্র ও মাধব—বৈশাখ (শ্রীস্বামি-কৃত টীকা)। হলায়ুধ, শ্রীবলরাম। পুরাণে,— শ্রীমদ্ভাগবতে ও শ্রীবি.পু, ৫ অং ২৪ অঃ ২১শ এবং ২৫ অঃ ১৮ শ্লোকদ্বয় দ্রষ্টব্য।