গ্রন্থকারের ইষ্টদেব-নিত্যানন্দচরণ-সেবারূপ অভীষ্ট-প্রার্থনা—
ধরণী-ধরেন্দ্র নিত্যানন্দের চরণ।দেহ' প্রভু-গৌরচন্দ্র, আমারে সেবন ॥
ধরণী-ধরেন্দ্র, —ভূধারি শেষের ঈশ্বর অর্থাৎ সকল পুরুষাবতারের আকর প্রভু শ্রীবলরাম-নিত্যানন্দ।