(৩৪) নিত্যানন্দের পাণিহাটিতে শুভবিজয় ও প্রেম-বিতরণ—
শেষখণ্ডে, নিত্যানন্দ পাণিহাটি-গ্রামে।
চৈতন্য-আজ্ঞায় ভক্তি করিলেন দানে ॥
পাণিহাটি—ই, বি, আর, লাইনে ‘সোদপুর’-ষ্টেশনের সন্নিহিত ও ভাগীরথী-তটবর্তি গ্রামবিশেষ, এস্থানে শ্রীরাঘব-পণ্ডিতের ও শ্রীমকরধ্বজ-করের ভবন ছিল।