(২৮) প্রভুর বারাণসীতে আগমন, (২৯) মায়াবাদি সন্ন্যাসিগণের উদ্ধার-সাধন —
শেষখণ্ডে, গৌরচন্দ্র গেলা বারাণসী।
পাইল দেখা যত নিন্দক সন্ন্যাসী ॥
বারাণসী—ভাগীরথীতীরে বিদ্বজ্জনবেষ্টিত প্রাচীন নগরী; এস্থানে কেবলাদ্বৈতসম্প্রদায়ভুক্ত ভক্ত ও ভক্তির নিন্দাকারী বহু মায়াবাদি-সন্ন্যাসীর বাস। ভক্ত ও ভক্তির নিন্দা করেন বলিয়া সেই ভগবদ্বিষ্ণু-বিরোধী মায়াবাদি সন্ন্যাসিগণকে ‘নিন্দক-সন্ন্যাসী’ বলা হয়।